পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

gy আচার্য্য প্রফুল্লচন্দ্র প্রভৃতির কবিতার কথা স্মরণ করিয়ে দেন। এ ছাড়া কি করে শিক্ষায়, সামাজিক সংস্কারে ও সকল রকমে উৎকলের উন্নতি করা যেতে পারে, সে কথাও তিনি বলেন । এই সব উপলক্ষে ও সিরাজগঞ্জ ছাত্রসম্মিলনীতে সভাপতিরূপে ( ১৩৩১ সনে) তিনি বলেন :-“আমি তোমাদের ধন্যবাদ দিচিছ যে সকলে টেনে এনে আজকার সভাপতিপদে আমাকে বরণ করেছি। ছাত্রেরা ডাকলে আমি না। সাড়া দিয়ে থাকতে পারি না, তারা ভবিষ্যতের আশা, তাদের দিকে চেয়ে এই বৃদ্ধবয়সেও বেঁচে আছি। বাঙ্গালী ছাত্রদের দ্বারা অসাধ্যসাধন হবে, শুধু যোগ্য নেতার অভাব, পরিচালকের অভাব। উপযুক্ত নেতা থাকলে কি হতে পারে তা জগলুল পাশা, মুস্তাফা কামাল পাশার কথায় বলেছি। বিপদ সকল দিক দিয়ে দেখা দিয়েছে, মুসলমানদেরও এ ডাকে সাড়া না দিয়ে উপায় নাই। এখন ভাবতে হবে, চিন্তা করতে হবে যে, আবহমানকাল থেকে যা চলে আসছে তাকে আঁকড়ে ধরে থাকবার যে প্রবৃত্তি তাকে কি করে নষ্ট করা যায়। কত রকম সামাজিক ব্যাধি রয়েছে, এ দূর না করলে জাতি গঠন হবে না। একটা জাতিকে উঠতে হলে সামাজিক, Σ δά