পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি সব দিক দিয়ে তাকে এগুতে হবে, শুধু একদিক দেখলে চলবে না।” झांख्रिमौख्रिश्ख छाष्ॉर्थ ब्रांध्र আমরা দেখেছি যে আচার্য্য রায় তার প্রথম জীবনে রাজনীতি থেকে দূরে থাকতেন। অসহযোগ আন্দোলন আরম্ভ হবার পূর্বেও তিনি রাজনীতিক্ষেত্রে যোগ দেন নাই । তখন তিনি নিজের বিজ্ঞানমন্দিরে গবেষণা নিয়ে ব্যস্ত থাকতেন, কখন কখন সামাজিক সমস্যা নিয়ে ছাত্রমহলে আলোচনা করতেন বা বাঙ্গালী ছাত্রকে অর্থনৈতিক সমস্যার কথা স্মরণ করিয়ে দিতেন । অসহযোগ আন্দোলনের আরম্ভের সময়ও তিনি সেই আন্দোলনের বিরুদ্ধে ছিলেন। কিন্তু খুলনা দুর্ভিক্ষের পর থেকে তিনি চরকার কার্য্যকরিতায় বিশ্বাস করলেন ও সেই সময় থেকে তিনি চরকা ও খন্দর প্রচারের ভার গ্রহণ করলেন । ক্রমে তিনি কংগ্রেসে সভ্যরূপে যোগ দিলেন। তখন থেকে তিনি রাজনীতিক্ষেত্রে দেখা দিলেন এবং রাজনৈতিক হিসাবে উৎকল, কোকনদী ও ভিন্ন ভিন্ন স্থান থেকে তঁর নিমন্ত্রণ আসতে লাগল। এই উপলক্ষে তিনি সারা ভারতময় ঘুরে বেড়াচ্ছেন। Σ ΣΑ)