পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র সহিত আচার্য রায়ও দেশবন্ধুর তর্পণ করেন। দেশবন্ধু সম্বন্ধে তিনি বলেন, ঃ-“আজি অৰ্দ্ধ শতাব্দী ধরিয়া আমি ংলার রাজনীতি আলোচনা দেখিতেছি ; অনেকেই ইহার পূর্বে কার্যে আত্মোনিয়ােগ করিয়াছেন সত্য, কিন্তু দেশবন্ধুর ন্যায় অনন্যকর্ম্মা ও সর্বত্যাগী হইয়া স্বরাজ লাভের উদ্দেশ্যে এই প্রকার আত্মোৎসর্গ করিতে কদাপি দেখি নাই। যিনি ভোগলালসা ও বিলাসিতার মধ্যে আশৈশব মানুষ হইয়াছিলেন এবং পরিণত বয়সেও তাঁহাতে ডুবিয়া ছিলেন তিনিই এক মহা শুভ মুহূর্ত্তে দেশের পক্ষে এক মহা মাহেন্দ্রক্ষণে সকল ছাড়িয়া, রিক্ত হইয়া, বহু শতাব্দী পূৰ্বেকার কপিলাবস্তুর রাজপুত্রের ন্যায় পরিণাম বিবেচনা না করিয়া ফকিরের বেশ ধারণ করিলেন ।” SSR0