পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমাচার্য্য প্রফুল্লচন্দ্র র্তার দ্বারা দেশের নাম বাড়ে তিনি কেবল তারই চেষ্টা 34C2 Gretc. ff. Tri Tait vs Crum Brown-এর বক্তৃতা খুব আনন্দের সঙ্গে শুনতেন । আর সেই সঙ্গে ছিল তার একনিষ্ঠ সাধনা। সেই সাধনার ফলে তিনি ছয় বছরে Edinburgh University(5 Casis stif Doctor of Science f(5 পেরেছিলেন । তার আগে আর একজন বাঙালী এই উচ্চ উপাধি পেয়েছিলেন, তিনি স্বনামধন্য ডাক্তার অঘোর নাথ চট্টোপাধ্যায়, ‘বাংলার কোকিল’ সরোজিনী নাইডুর পিতৃদেব। প্রফুল্লচন্দ্র তার পরে এ-উপাধি পেয়ে দেখিয়ে দিলেন যে, বাঙালী যুবক জ্ঞানে, বিদ্যায়, পরিশ্রমে বা সাধনায় বিলাতী ছেলেদের চেয়ে কোনও অংশে হীন নয়। আর যদি তাদের সুযোগ ও সুবিধা দেওয়া যায়, তবে তারাও জগতের জ্ঞানের রাজ্যে নতুন নতুন রত্ন উপহার দিতে পারে। র্তার লেখবার ক্ষমতার পরিচয়ও তিনি বিলাতে অবস্থান করবার সময় দিয়ে এসেছিলেন। তখন তিনি রাজনীতি সম্বন্ধে একখানা বই লেখেন, তার নাম দেন“সিপাহী বিদ্রোহের পূর্বে ভারতের অবস্থা।” এতে তিনি দেখান যে, তিনি কেবল একজন বড় বৈজ্ঞানিক নন, RR