পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র তিনি একজন শক্তিশালী লেখক ও তার তেজস্বী লেখা পড়ে বিলাতের রাজনৈতিক নেতারা তঁর লেখার খুব প্রশংসা করেছিলেন । তিনি যে কালে একজন নামজাদা বৈজ্ঞানিক আর সাহিত্যিক হবেন তার পরিচয় এই থেকেই পাওয়া যায় । এ সম্বন্ধে তিনি সিরাজগঞ্জে ছাত্র সম্মিলনীতে সভাপতিরূপে তিনি বলেছিলেন - “৪০ বৎসর পূর্বে এডিনবার্গে যখন বি, এসসি পড়ি, seat “India and the British Rule' atta asখানা পুস্তিকা লিখেছিলাম। ফলে লর্ড বাইরণের মত, “awoke one fine morning and fonnd myself famous.” (একদিন সকালে ঘুম ভেঙ্গে দেখলাম যে আমি প্রসিদ্ধ হয়েছি) এই রকমভাবে রাজনীতি চৰ্চা করেছি, সমাজ সংস্কার আন্দোলন করেছি, নানাপ্রকার কল কারখানা গড়বার চেষ্টা করেছি, বই লিখেছি আবার সঙ্গে সঙ্গে রসায়ন শাস্ত্র অধ্যয়ন ও মৌলিক গবেষণা করেছি। ” ( বঙ্গবাণী, কার্ত্তিক, ১৩৩১ ) । S""2 జ్యోతో স্ট্রভূ, 《 འགག་ཟས་

یر “ پچیس (S\

cors یک به جمعی؟

      • RNAhins