পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায় কর্ম্ম-জীবন প্রফুল্লচন্দ্রের সারা জীবনটাই কর্ম্মময়, তাই কর্ম্মজীবন বল্পে তাঁর জীবনের কোন একটা অংশ পৃথকভাবে বোঝবার উপায় নেই। কর্ম্মই র্তার জীবনের লক্ষ্য-কর্ম্মই তঁর জীবনের আদর্শ। তাই তিনি বিলাত থেকে এ দেশে আসবামাত্রই ১৮৮৭ অব্দে নতুন উদ্যমে নতুনভাবে কর্ম্মজীবন আরম্ভ করে” দেন। (Iš fosfi Presidency College- Togo(KIF পদে নিযুক্ত হন। সেই পদে বৃত থেকেই তিনি বিজ্ঞানের নঘাতত্ত্বের অন্বেষণে ব্যস্ত হন । এই কলেজে তিনি গবেষণা করবার অনেক সুবিধা পান। এখানে ব’সেই তিনি কতদিন কঠোর সাধনা করে” কাটিয়েছেন। যখন কোন একটা কঠিন বিষয়ে গবেষণা আরম্ভ করেন, তখন অনেক সময় আহার, নিদ্রা, সব কথা একেবারেই ভুলে যান-কোন কথাই মনে থাকে না-নিজের গবেষণার কথা ছাড়া । সব প্রথম তার গবেষণার ফল বেরুল-Journal of Asiatic Society of Bengal-A šo osoja fi foi-Mercurous Nitrite astf -ef ছাপা হয়ে বেরুল, অমনি ইউরোপের সারা বৈজ্ঞানিক মহলে 8