পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*थ” स्थांक्षू বেঙ্গল কেমিক্যাল বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার ছাড়া ডাক্তার রায় এমন আর একটী কাজ করেছেন, যাতে বাংলাদেশে ভঁর নাম চিরস্মরণীয় ক’রে রাখবে। সেটা তার বেঙ্গল কেমিক্যালের প্রকাণ্ড কারখানা। তিনি তখন সামান্য অধ্যাপক হলেও, সাহসের ওপর নির্ভর করে” যে ক্ষুদ্র কারখানা আরম্ভ করেন, আজ সেটা বাংলাদেশে সকলের চেয়ে বড়। এ কারখানার ইতিহাস অনেকটা উপন্যাসের মত শোনায় । বাস্তবিকই শুনে আশ্চর্য্য হতে হয়। কত সামান্য অবস্থা থেকে এর উৎপত্তি, আর আজ এর পরিণতি কোথায় । সে আজ ত্রিশ বৎসরের আগের কথা । তখন ১১ নং অপার সারকুলার রোডে একটী ছোট্ট অন্ধকার ঘরে ডাক্তার রায় তঁর সাধের কারখানা বসিয়েছেন। তঁর ভাষায় বলতে Categori:TS TIKSI :- “The Bengal Chemical & Pharmaceutical Works had its birth and early struggles in the dark and dingy rooms of a house in Upper Circular Road, and it ve