পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র started with the modest sum of Rs. 8oo.'- অর্থাৎ বেঙ্গল কেমিক্যালের জন্ম হয়েছে আপার সারকুলার রোডে একটী ছোট ময়লা ঘরে, সেখানেই সে তার প্রথম যুগের সংগ্রামের মধ্য দিয়ে কাটিয়েছে। আর এটা আরম্ভ হয়েছিল সামান্য আটশ' টাকা নিয়ে।--ভঁর সম্বল দু'হাজার বিশ হাজার নয়, মাত্র আটশ' টাকা । এই সামান্য ৮০০ টাকা নিয়ে ডাক্তার রায় আর তার এক বন্ধু সাহসে বুক বেঁধে কাজ আরম্ভ করেন। আর আমরা প্রায়ই :श्र कब्रि भूक्षश्न cनशे, श्ङद्धार वादना कद्रव कि রকমে। এখানে কিন্তু আমরা জ্বলন্ত দৃষ্টান্ত কি দেখি ? ডাক্তার রায়ের মূলধনও খুব সামান্য ছিল, তিনি কোন বড়লোককে টাকার জন্য ধরেন নি, কারও সুপারিশও চান নি। ভরসার মধ্যে তাঁর ছিল কেবল ২৫০, ২ মাহিনী, আর মনের সাহস। সেইজন্যেই বলতে হয় মূলধন নাই, এটা কেবল ছলমাত্র। আমাদের দরকার কঠোর সাধনা, চরিত্রের দৃঢ়তা আর আত্মত্যাগ। ডাক্তার রায়ের এগুলি জীবন্তভাবে আছে বলেই তিনি জীবনে এরূপ আশ্চর্য্য উন্নতি করতে পেরেছেন-আর সকলে অবাক হয়ে চেয়ে আছে। এই মূলধনের বিষয় নিয়ে একদিন ডাক্তার রায়ের সঙ্গে কথা হয়। তিনি বলেনঃ-“ধর, তোমাকে যদি wy