পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র কেমিক্যাল জগতে শ্রেষ্ঠ কারখানা বলে’ খ্যাতি লাভ করেছে। এর মূলে কেবল আত্মত্যাগ আর অধ্যবসায়। আমাদের দেশে যাঁরা নতুন ব্যবসায় বাণিজ্যে মন দিচ্ছেন, তারা যেন ভাল করে’ এই কথাটা মনে রাখেন-নচেৎ ৷ সাফল্য তঁদের কখনও বরণ করে নেবে না । সেই কথার ওপর জোর দিয়ে ডাক্তার রায় বলেছেন :-“এদেশে নব্যযুবকগণ বহু অর্থ ও চশমা, চুরুট, চেন লইয়া বাজারে অবতীর্ণ হন। এই সকল যুবক দুগ্ধফেননিভা শয্যায় লালিত পালিত, পিতা, মাতা, ভ্রাতা, বন্ধুর কখনও বা নবপরিণীত ভার্য্যার স্নেহরসে সিক্ত ও পরিবদ্ধিত । এই সুখময় কল্পনার জীবন হইতে সহসা সংসারের কঠিন কর্ম্মক্ষেত্রে অবতীর্ণ হইয়া, উহারা চতুর্দিক অন্ধকার দেখিতে থাকে, কৃত্রিম বন্ধু ও ব্যবসায়ীর উপর বিশ্বাস স্থাপন করিয়া শীঘ্রই rțRICT TGF KG 3 Vig ( Prodigal son ) forsig চরণে উপস্থিত হয়।” তাই বলতে হয় যারা প্রথম ব্যবসাক্ষেত্রে প্রবেশ করবেন, তঁরা যেন সামান্য অবস্থা থেকেই আরম্ভ করেন, প্রথমেই যেন আড়ম্বর করে না বসেন। নতুন কর্ম্মক্ষেত্রে নেমে ডাক্তার রায় নানা রকম দেশীয় ঔষধ প্রস্তুতে মন দেন । নানা জায়গা থেকে নানা রকমের গাছ-গাছড়া সংগ্রহ করে, সেগুলি বৈজ্ঞানিক উপায়ে পোষণ V