পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র থাকবার জন্যে পাকা বাড়ী। কর্ম্মচারীদের সুখের দিকে যে কোম্পানীর দৃষ্টি আছে তা বেশ বােঝা গেল। অন্য কোম্পানীদের মত এর কর্ম্মচারীদের ছোট বা হেয় ভাবে দেখেন না-তাই তাদের সুখের জন্য টাকা খরচ করতে কাতর হন নি। এরা জানেন যে কোম্পানীর লাভ বা লোকসান নির্ভর করে কোম্পানীর কর্ম্মচারীদের উপর। যদি তারা কোম্পানীর জন্যে প্রাণপণে খাটে তবেই ত কোম্পানীর উন্নতি । আর সেই কারণে কোম্পানীরও দেখা দরকার কিসে তার অধীন লোকদের দুঃখ কষ্ট দূর হয়। সেই সব পাকা বাড়ীতে কারখানার অধ্যক্ষ থেকে সামান্য কর্ম্মচারীর থাকবার বন্দোবস্ত আছে। বাড়ীগুলি বেশ সুন্দর, আর থাকবার বন্দোবস্তও প্রশংসনীয়। সেই বাড়ীগুলি দেখতে দেখতে ডাক্তার রায়ের একটা কথা মনে হল। তিনি একদিন বলেছিলেন- “দেখ, বাঙালী ব্যবসার ক্ষেত্রে নেবেছে বটে, কিন্তু একটা বিষম দোষ তারা এড়াতে পার নি। সেটা হচ্ছে-লোভ, তারা চায় যাতে সব লাভটা তারাই ভোগ করে, আর যারা মাথার ঘাম পায়ে ফেলে তাদের জন্যে খাটছে, যাদের জন্যেই তাদের এত লাভ, তাদের একেবারে বাদ দিতে 龛鲁