পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচার্য্য প্রফুল্লচন্দ্র এ সম্বন্ধে ডাক্তার রায় বলেছেন -“বর্ত্তমান যুদ্ধের নানা কুফলের মধ্যে-একটা সুফল এই ফলিয়াছে যে বিলাতী মাল বেশী আসিতে না পারায় আমাদের দেশের কলকারখানাগুলি অধিক লাভে জিনিষ বিক্রয় করিতে পারিতেছে। স্বদেশী কারখানার মধ্যে কাপড়ের কল, চর্ম্ম পরিষ্কারের কারখানা, টাটার লৌহ কারখানা, বেঙ্গল কেমিক্যাল ও ফার্ম্মাসিউটিক্যাল ওয়ার্কসের মত রাসায়নিক কারখানা প্রভৃতি যথেষ্ট উন্নতি লাভ করিয়াছে এবং যে সকল জিনিষ পূর্বে এদেশে প্রস্তুত হইত না তাহার মধ্যে কিছু কিছু এক্ষণে এদেশেই প্রস্তুত হইতেছে।” যুদ্ধের সময় গবর্ণমেণ্টের অনেক পরিমাণে এসিড ও কেমিক্যাল দরকার হয়েছিল । তার বেশীভাগ জিনিষ বেঙ্গল ক্যামিক্যাল সরবরাহ করেছিল । সেই জন্যে কোম্পানীর কাজ নানা বিভাগে বেশীরকম বেড়ে গেছে। HeA (Frosfjá Cassi Þix-eff5 Þa Sulphuric Acid, Wte sa Thiosulphate of Soda, kg "fiatics Magnesium Sulphate, Alum vs Bichromates of 3CR Munition Board a 3 rifts যুদ্ধের দরকারী জিনিষ দেওয়াতে গবর্ণমেণ্টের খুব সাহায্য হয়েছিল। গবর্ণমেণ্ট সেই সাহায্যের ঋণ স্বীকার স্বরূপ ও ○ e