পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম অধ্যায় দ্বিতীয় বার বিলাত যাত্রা প্রথমবার আচার্য্য প্রফুল্লচন্দ্র যখন বিলাত যান, তখন ভঁাকে দুঃসাহসের উপর নির্ভর করে যেতে হয়েছিলঅনেক ভবিষ্যতের চিন্তা, উদ্বেগ তার মানসরাজ্যে চাঞ্চল্য উপস্থিত করেছিল। দ্বিতীয়বার যখন যান, তখন সে দুশ্চিন্তা তঁকে ব্যস্ত করে নি, গবর্ণমেণ্টের খরচে তিনি গিয়েছিলেন। ইউরোপে যে সব প্রধান প্রধান বিদ্যাপীঠে যে সব শ্রেষ্ঠ ল্যাবরেটারী ছিল সে-গুলি পরিদর্শন করবার জন্যে গবর্ণমেণ্ট তাকে পাঠিয়েছিলেন। তিনি গিয়ে ১৯০৪ সালে সব বিশ্ববিদ্যালয়। তন্ন তন্ন করে দেখে বেড়ান। বিলাতের সব পরীক্ষাগার দেখে, তিনি ফ্রান্স, জার্ম্মেণী প্রভৃতি দেশে ভ্রমণ করতে যান। তখন এ সব জায়গায় রাসায়নিক বলে তঁর নাম খ্যাত হয়ে গেছে। তার আগে থেকে তিনি বিলাতের কেমিক্যাল সোসাইটির পত্রিকাতে তঁর গবেষণার ফল প্রচার করে আসছিলেন। তাই থেকে বিলাতের বৈজ্ঞানিক-মণ্ডলী জানতে পেরেছিলেন যে কত বড় একজন রাসায়নিক তঁদের V y