পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ডাক্তার রায় আমাদের কাছে রাসায়নিক আর বলে পরিচিত, কিন্তু তাই বলে তিনি বাংলাভাষাকে হতাশ্রদ্ধা করেন না । তিনি একজন নামজাদ সাহিত্যিক, সাহিত্যের আসরে তিনি সুলেখক বলে পরিচিত। তিনি জানেন যে জাতিকে বড় করে তুলতে হ’লে, তার মনোরাজ্যে নানা ভাবের নতুন বীজ বপন করতে হলে-আমাদের মাতৃভাষার সাহায্য নিতে হবে। তাই তিনি বাংলা ভাষার একনিষ্ঠ সাধক, তাই তিনি প্রায়ই কলেজে ছেলেদের কাছে বাংলাভাষাতেই বক্তৃতা দেন । সেই জন্য তঁকে প্রায়ই বলতে শুনেছি :- “নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা, মিটে কি তৃষা ?” ছেলেবেলা থেকেই আচার্য্য প্রফুল্লচন্দ্রের বাংলাভাষায় আসক্তি আছে, তিনি বাংলা সাহিত্যের গোড়া ভক্ত । ৰিজ্ঞানের রাজ্যে গবেষণায় ব্যস্ত ছিলেন বলে, তিনি প্রথম 9ܪ