পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্ন-সমস্যা ও তাহার সমাধান ۹ سوا ہے۔یہ سہمے ہمہم۔ ,আদি করেন, তবে শতকরা একজন এবং ২২॥০ হাজার হইলে শতৃকরা আধ জন উপার্জক, আর বাদ বাকী ভদ্রলোক সকলে জমির সঙ্গে কোন না কোন প্রকারে সংস্থষ্ট হইয়া আলস্তে দিন কাটান। এই উদ্যমবিহীনতাই জাতির দুৰ্গতির অন্যতম কারণ, সর্ব্বপ্রকার সর্বনাশের প্রধানতম হেতু । 季 o কার্য্যক্ষেত্রের সঙ্কীর্ণতা ধনাগমের পথকে রুদ্ধ করিয়াছে। ইংলণ্ডে ও আমেরিকায় কত লোক কত প্রকারে অর্থোপার্জন করে। সেখানে চাকুরীজীবী হীন বলিয়া গণ্য হয়। সে-দেশে জাহাজ কত দেশ-বিদেশের পণ্য পারাপার হয়। এই ব্যবসায়ে কত লোকের উদরাষ্ট্রের সংস্থান হয়। সাগরে ঝড়-ঝঞ্চা অবহেলা করিয়া কত লোক নৌবৃত্তি অবলম্বন করে। এলিজাবেথের পর হইতে বম্বেটিয়ার দসু্যতাবৃত্তি (piracy) বন্ধ হইয়াছে বটে, কুিন্তু বিপংসস্কুল-কার্য্য-প্রিয় ইংরেজ পৃথিবীকে তাহার জাহাজ দিয়াই করায়ত্ত করিয়াছে। বাণিজ্যজীবী ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী এ-দেশের মালিক হইয়াছিলেন। তাই আজও আমরা বলি “কোম্পানীর মূলুক।” আগে জাহাজ পালে চলিত। বাল্যকালে গঙ্গার ঘাটে পাল-উড়ান জাহাজ দেখিতে পাইতাম। এখনত কলকব্জার দিন। এক-একখানি বাণিজ্যপোত কুরিতে কত লক্ষ টাকা ব্যয় হয় । তা ছাড়া এক-একখানি নূতন ধরণের রণপোত নির্ম্মাণ করিতে ৩৪ কোটি টাকার কমে হয় না । কত সরঞ্জাম, কত ইঞ্জিনিয়ার, কত নক্সাদার প্রথমেই দরকার। তারপর ঠুক্ষর হাজার টন লোহার প্রয়োজন । সেই প্রয়ােজন সরবরাহ করিতে কত লোহার কারখানা। যাহার। তাতার লোহার কারখানা দেখিয়াছেন, তাহারা জানেন যে, একটি লোহার কারখানা কি ! কত সহস্ৰ লোক সেখানে খাটে। দানবীর এগু, কার্ণেগীর লোহার কারখানা বিক্রি হইল ৯০ কোটি টাকা দামে । তারপর সেই লোহা পেটা ও