পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্ন-সমস্যা ও তাহার সমাধান సెy স্বংশীদারদের আয়ের উপর ম্যানেজিং এজেন্টসদের কমিশন ইত্যাদি আচ্ছ। কাজেই এক একটি পাটের কল অনায়াসে যে কোন একটি বিশাল জমিদারীকে কিনিতে পারে। আমরা ভাবি, সিবিলিয়নগণ এ দেশের কত অর্থই না শোষণ করিয়া, লইতেছেন। কিন্তু ২৪টি ইংরেজ কোম্পানী যাহা লয়, সমস্ত ভারতবর্ষের সিবিলিয়নগুণ তাহ লন না । অথচ এ দিকে আমাদের লক্ষ্য নাই । ইহা অনায়াসেই প্রতিকারযোগ্য, অথচ কোন চেষ্টাই নাই। আমরা আমাদের যুগে যুগে সঞ্চিত পাপের প্রায়শ্চিত্ত্ব করিতেছি। মন্ত মহাশয় ব্যবস্থা দিলেন, সমুদ্রযাত্রা করিলে পতিত হইতে হইবে । কাজেই বাড়ী থেকে বাহির হওয়া আমাদের ঘটিয়া উঠিল না। কিন্তু আমরাই সিংহল, জাভা, বলিদ্বীপ ੱਚਿ স্থানুে বাণিজ্য ও• উপনিবেশ স্থাপন করিয়াছি। তারপর, হ্বাচি টিকটিকি প্রভৃতির উপদ্রবে যেমন মন আমাদের সঙ্কুচিত হইল, অমনি কর্ম্মচেষ্টা,উদ্যম, উদ্যোগ প্রভৃতি হারাইয়া বসিলাম । ব্রাহ্মণের আধিপত্য বজায় রাখিতে নিজেদের অল্প-সল্প যাহা কিছু কাজ কর্ম্ম, তাহাও বেশ নিজেদের মধ্যে বিলি বন্দোবস্তের গণ্ডী অ্যাকিয়া সীমাবদ্ধ করিয়া নিশ্চিন্তু হইয়া রহিলাম । তাই সায়েস্ত। খার সময় টাকায় ৮ মণ চাউল । ইহা দেশের ধনহীনতারই পরিচায়ক । পলাসীর যুদ্ধের পরের একটা কথা বলিতেছি। একটি পুরানো পুথির শেষ পৃষ্ঠায় দুর্গোৎসবের হিসাব পাওয়া গিয়াছে। আট আনা একমণ দই, একমণ চাল আটআনা, সমস্ত ব্যাপার পচিশ টাকায় নির্ব্বাহ কুইত। কামার হয়ত দা, কুড়াল, লাঙ্গলের ফী’ল প্রভৃতি তৈরি কারণ দিয়াছে, গৃহস্থ তার দাম আট আন্মুর ধান গোল থেকে দিতে চাহিলেন। কামার কুলীর মজুরির ভয়ে অত ধান লইতে রাজি হইল না । আমরা তাতীর কাজ তাতীকে, কামারের কাজ কামারকে ও