পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫৬ আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী আপনাদের আত্মমর্যাদা যে দিন দিন জেগে উঠছে এ বড় শুভচিহ্ন। আপনার যদি বোঝেন—আমরা অধ:পতিত নই, আমরাও বিদ্যাবুদ্ধি বলে উচ্চস্থান পাব তবে উন্নতি নিশ্চয়। রাতদিন অভিযোগ করলে উন্নতি হবে না। আপনাদের শক্তি যথেষ্ট। আপনার নিজের পায়ের উপর দাড়ান। আপনারা আজকালকার “উচ্চ” শ্রেণীস্থ মধ্যবিত্তের অবস্থা জানেন—তাদের বাইরে কোচার পত্তন, ভিতরে ছুচোর কীর্ত্তন। আপনারা কিন্তু কৃষিজীবি, আপনারা সেই “পোদকৃত্তি" করেন। আমার এই খুলনা সন্নিকটস্থ আপনাদের হরিমোহন বাছাড় রাসে ৪০ হাজার টাকা ব্যয় করেছিলেন। সে আজ ৪০ বছরের কথা। আপনাদের মধ্যে অনেকে মোকৰ্দমায় হাজার হাজার টাকা ব্যয় করেন। অর্থের অভাব নাই—চেষ্টার অভাব । - গ্রামে গ্রামে চাদ তুলুন । ক্রিয় কর্ম্মে কম ব্যয় করুন। যিনি ক্রিয়া কর্ম্মে দশ হাজার টাকা-ব্যয় করেন তিনি ২০ হাজার ব্যয় ক’রে বাকী ৭০ হাজার সমাজের কাজে ব্যয় করুন। চাই শিক্ষা । উন্নতির জন্য কি দরকার ? আমি বলব—১ম শিক্ষা, ২য় শিক্ষা, ৩য় শিক্ষা । শিক্ষণ ভিন্ন পশুত্বে ও মকুন্তত্বে কোন প্রভেদ নেই। আপনাদের সর্বনাশের কারণ বাড়ী বসে সকলে অন্নসংস্থান করেন । আপনার শিক্ষালাভ করুন-শিক্ষার দিকে মতি ফেরান—আপনাদের শক্তির প্রতিরোধ করতে কেউ পারবে না ; আপনার যা ভাববেন wiš o Nations by themselves are made, offs of গঠিত হয়। বৰ্দ্ধমান প্রাদেশিক সমিতিতে জষ্টিস চৌধুরী বলেছেন— mendicant policy ভিক্ষাবৃত্তি অবলম্বন করলে চলবে না। আপনারাও mendicant policy ভিক্ষাবৃত্তি পরিত্যাগ করুন। ভিক্ষাবৃত্তির্তে কিছু হবে না। মহাশয় অনুগ্রহ ক’রে আমার জল ছোন—ও বললে চলবে না। আপনাদের উন্নতি আপনাদের উপর নির্ভর করে। আমি কোন