পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S সনাথন ওভ সিক্রি - কথারম্ভে মহাত্ম রামমোহন রায়ের পবিত্র নাম গ্রহণ করি,—যার সাধনায় বর্তমান ভারতের সকল প্রচেষ্টার সিদ্ধির বীজ উপ্ত হয়েছিল ; ঘিনি নব্য ভারতের স্বষ্টিকর্ত্ত ; অজ্ঞানকুসংস্কারাচ্ছন্ন অমানিশায় যিনি জ্ঞানের বর্ত্তিক হস্তে জীবনের সকল পথে অগ্রসর হয়েছিলেন ; ১০০ বৎসরেরও পূর্ধ্বে যিনি জীবনর্বাশীতে জাগরণের স্বর তুলে স্বপ্ত দেশবাসীকে নূতন পথের পথিক হ’তে আহবান করেছিলেন ; ধর্ম্ম, সমাজ ও রাজনীতিক্ষেত্রে যিনি সর্ব্বপ্রথম সংস্কার-চেষ্টা আরম্ভ করেছিলেন ; আধুনিক বঙ্গভাষার একজন জন্মদাত প্রাতঃস্মরণীয় সেই রাজা রামমোহন রায় । রামমোহরের সিদ্ধির মূলে ছিল তার আজীবন সাধনা । সাধনা বিনা সিদ্ধি নাই, এই কথাই আজ আমি বাঙ্গালী যুবককে বড় আশা করে বলতে এসেছি। আজ এই জীবনসন্ধ্যায় জীবনব্যাপী অভিজ্ঞতার ফলে আমি শিখেছি ওই একটা পরম সত্য-সাধনা বিনা সিদ্ধি নাই । * আজ বাঙালীকে এই পরম সত্যটি গ্রহণ করতে হবে—শুধু মুখস্থ করা নয়, শুধু স্বীকার করা নয়, একবারে অস্তরের অন্তরতম প্রদেশে গ্রহণ করে প্রতিষ্ঠিত করতে হবে। মহামতি গোখলে বলেছেন— What Bengal thinks to day, the whole of lndia thinks to-morrow—বাঙালীর মস্তিষ্কপ্রস্থত চিন্তা সারা ভারত গ্রহণ করে । রামমোহনের সময় থেকে মস্তিষ্কচালনার ক্ষেত্রে বাঙালী অগ্রণী বলে গণ্য হয়ে এসেছে—বাঙলার কোলে অনেক ধর্ম্মসংস্কারক,