পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৮ আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী অনেকে আমার কাছে পরামর্শের জন্য আসেন। আমি জিজ্ঞাসা করি gtaduate হয়েছেন কিনা ? যাহার "graduate তাহাদের বলি— তোমাদের সকল পথ রুদ্ধ হয়েছে। শুনলাম, ইন্‌কম ট্যাক্সের আপিসে কতগুলি বড় মাহিয়ানার চাকরী খালি হইয়াছিল । ৬৭ হাজার প্রার্থী দরখাস্ত করেছিল। আবার এদিকে civil serviceএর চার ফেল হয়েছে । সমস্ত ভারতবর্ষ হতে ১০।১২টি চাকরী । বীজগণিতের chance & probability হিসেব করলে এর একটি পাওয়ার সম্ভাবনা কোথায় দাড়ায় ? ফরিদপুর কলেজের কর্তৃপক্ষ খুব আনন্দ করে কিছুক্ষণ পূর্ব্বে টেলিগ্রাম করেছেন যে তাহদের কলেজের nomination করিবার অধিকার মিলিয়াছে । তাহারা যে পরিমাণে nomination করিবেন তাহাতে র্তাহাদের ছাত্রদের সম্ভাবনা কিরূপ (probability অনুযায়ী) তাহা চিন্তা করিলে আনন্দবেগ নিশ্চয়ই সম্বরণ করিতে হইবে । 够站 এক সময় ছিল যখন ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ প্রভৃতি ভদ্রশ্রেণীর ভিতরই শিক্ষা সীমাবদ্ধ ছিল । কিন্তু আজ সমাজের নিম্নস্তরেও সাড়া পড়িয়াছে। এখন নমঃশূত্র মুসলমান সকলের মধ্যেই অসাধারণ চেতনা জাগিয়াছে । কিন্তু এই শিক্ষার লক্ষ্য কি কয়টি appointmentএর জন্য প্রতিযোগিতায় দাড়াইবে ? কাজ খালি হয় আর কয়ট । -বাঙালা অবাঙালীর হয়ে গেছে। পূর্ব ও পশ্চিম বঙ্গে মাড়োয়ারী পাট, তিসি, সরিষা, ধানের দাদন দিতে আরম্ভ করেছে। পাড়াগায়ে এখনো জমিদার মহাজন আছেন বটে কিন্তু আসলে মাড়োয়ারীগণ মালিক। তাঁরা উষর মাডোয়ার হতে লোটা কম্বল সম্বল করে এসে আমাদের দেশটা তিলে তিলে জয় করে নিচ্ছে আর আমরা সুখ, নিদ্রায় সমাসীন। আমরা civil serviceএর মুখ স্বপ্নে, এসব নজরে :