পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থনৈতিক সমস্তা—বাঙ্গালী কোথায় ? ২৩৯ নিচ্ছি না। আর সেই civil service আন্দোলনেরও তো মরণ কামড় আরম্ভ হয়েছে। মর্নিং পোষ্ট লর্ড রেডিং এর recall দাবী ਕੁਝ । England a Civil Servantos কেরাণী এখানে তার শাসন কর্ত্ত । খুলনা দুর্ভিক্ষের সময় Civil Service এর file দুরস্ত কাজের নমুনা আমার দেশবাসী একটু পেয়েছে ; ম্যাজিষ্ট্রেটের হাতে দুর্ভিক্ষ তদন্তের হুকুম ছোট বড় নানা প্রভুর মধ্য দিয়া পেয়াদাতে এসে পৌছায় এবং সেই রকমে তথ্য সংগ্রহ হলে তার বিবরণ পড়ে দেশবাসী অবাক হয়। খুলনার দুর্ভিক্ষের সময় নাকি Milk could be had for the asking—and fruits were in abundance— মাছও নাকি যথেষ্ট ছিল--ধরে খেলেই হল । File ভিন্ন ম্যাজিষ্ট্রেটর। চলেন না তাও personal assistant ডকেট করে দেয়। এইরূপ কার্য্যকুশলতার অধিকারে তার দেশের প্রকৃত শাসনের কাজগুলি একচেটিয়া বলিয়া দাবী করেন । আমাদেরও সংস্কার Civil Service এর জবরদস্ত শিক্ষা ছাড়া কলিকাতা করপোরেশনের চেয়ারম্যানী করা চলে না । কিন্তু সম্প্রতি এই ভবানীপুর অঞ্চলেরই স্বরেন্দ্রবাবু দেশবাসীর সে ভ্রম দূর করেছেন ৷ (Official spectacle) সরকারী চশমায় দেখলে স্বার sound common sense offo R. Koti otol রাস্তায় চললে বিদ্যা বুদ্ধি বাধা সাধা হয়ে পড়ে। কর্ণেগির লোহার কারবার কিনে নেবার জন্য সিণ্ডিকেট তৈরি হয়েছিল । , সেই সিণ্ডিকেট তৈরি করেছিলেন Morgan, তিনি এক অসাধারণ পরুষ। যুদ্ধের সময় যখন আমেরিকায় টাকা তোলার দরকার হল তখন এই ব্যক্তির খোজ পড়ল। এই Morgan বলেন ২॥• শত ডলার দিয়ে একজন বিশেষজ্ঞের নিকট হতে ২০ লাখ ডলারের কাজ আদায় করা যায়। আমাদের দেশেরও সুন্দরমল প্রমুখ ব্যবসায়ীগণ