পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাণ্ডাগাল্ল ও প্রক্রত শিক্ষণ* এমাসন বলেন “গোলাপ বাগান কার –আমার ; আমার দেখে সুখ, চোখের তৃপ্তি, হৃদয়ের আনন্দ ! বাগানের মালিক বেড়া ব্যধান, মালি রাখেন, জল সেচন করেন ; সে অনেক কাণ্ড । কিন্তু আমন শোভা কাহারও একার নয়।” কারণ গোলাপের সার্থকতা ফুটে, সৌন্দর্ঘ্যের বিকাশ করে । আর সে সৌন্দর্য্য ੋੜ মাত্রেই উপভোগ করতে পারেন । কথাটি পাঠাগার সম্বন্ধেও সত্য । পাঠাগারের যারা উদ্যোগী তারা পয়সার যোগাড় করবেন, জমি কিনবেন, ঘর তুলবেন । তারপর উৎকৃষ্ট পুস্তকরাশি সংগ্রহ ক’রে জনসাধারণের হাতের কাছে এনে দেবেন। সে পুস্তকের অধিকার কারো একার নয়। পাঠক মাত্রেই তার সৌন্দর্য্য রস উপভোগ করতে পারবেন। এই গ্রন্থশালা জ্ঞানলিপ্ত দের বড় আদরের জিনিষ । . জ্ঞানের অনুশীলন আমি ক’রে থাকি । আমি আজীবন ছাত্রভাবে আছি । আমার শৈশব, কৈশোর, যৌবন কখন চ’লে গেছে বুঝতে পারি নি। আজ বাৰ্দ্ধক্যে পা দিয়ে আমি সেই ছাত্রই আছি । আমি দিনের মধ্যে দু ঘণ্ট। নিভৃতে ভাল পুস্তককে সঙ্গী ক’রে কাটিয়ে দি,— দিন সার্থক হয় । জগতে যা কিছু সৎচিন্তা, উৎকৃষ্ট ভাব আছে, যা কিছু উদ্দীপন কৃষ্টি করে এবং মামুষের হৃদয়ে প্রেরণা দেয়, তার সবই পুস্তকে নিহিত। উপনিষদ ও ষড়দর্শনের তত্ত্ব, গ্রীসদেশের সক্রেটাস, প্লেটাে ও আরিষ্টটল প্রভৃতি মহানুভবগণের চিন্তারাশি, এবং পৃথিবীর இலுiஇர

  • কলিকাতার উপকণ্ঠ কসবা ( বালিগঞ্জ ) লাইব্রেরীর বাৎসরিক উৎসৰে প্রদত্ত উপদেশের সারাংশ।. গ্রীরতনমণি চট্টোপাধ্যায় কর্তৃক বিবৃত । ●