পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাতীয় বিদ্যালয়ের প্রয়োজনীয়তা । Sy、Y・. দেখা যাইতেছে যে মহাত্মা যে আদর্শ দেখাইতেছেন তাহা এখানে প্রতিফলিত হইতেছে। মহাত্মা গান্ধী যে কত বড় একজন পুরুষ, কেন যে তিনি শুধু ভারতে নয় অনেক স্বসভ্য দেশেও যুগাবতার বলিয়া গণ্য হইতেছেন তাহ আমরা বুঝিতে পারিতেছি । জাতীয় শিক্ষা—কেন আমি এখানে আসিয়াছি ? কোন' ডাকে আসিয়াছি ? আপনাদের জাতীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুক্ত পরেশনাথ মাইতি ৪৫ মাস পূর্ব্বে আমাকে আহবান করিয়াছিলেন। আমি মেদিনীপুরের স্ত্রীযুক্ত সাতকড়িপতি রায়কে জিজ্ঞাসা করিয়াছিলাম “আপনাদের জেলায় কলাগেছিয়া বলিয়া কোন জায়গা আছে ? তিনি বলিলেন “হা, আছে, সেখানে কয়েকজন ত্যাগী যুবক আছেন, তাহারা অন্য জীৰনোপায়ের পথ না রাখিয়া দেশের উন্নতির জন্য, অনেক চেষ্টা করিতেছেন।” ভগীরথ যেমন শম্বনিনাদ করিয়া মর্ত্তে , গঙ্গা আনয়ন করিয়াছিলেন, আপনাদের জাতীয় বিদ্যালয়ের সম্পাদক জগদীশবাবুও সেইরূপ বিদ্যারূপিণী গঙ্গাকে আপনাদের স্বারে আনিয়াছেন । আপনারা এক এক ঘটী না হউক এক এক গণ্ডুষ পূত সলিল গ্রহণ না করিলে বড়ই ক্ষোভের বিষয় হইবে। আমি জাতীয় বিদ্যালয়ের জন্য এ দেশ সে দেশ ঘুরিয়া বেড়াইকেন ? বরিশাল, বিক্রমপুর প্রভৃতি অনেক জায়গায় গিয়াছি। এখানেও আমার আসার কি প্রয়োজন ছিল ? আমি ত আজীবন “গোলামখানায়”,দাসখত লিখিয়া বসিয়া আছি। ২৫২৬ বৎসর চাকুরী করিয়া পেন্সন ভোগ করিড়েছি। বাংলার ভূতপূর্ব্ব গবর্ণর লর্ড রোণাল্ডসে স্বয়ং আমাকে পত্র লিখিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্টের মেম্বার করিয়া দিয়াছেন। আমি বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের একজন অবৈতনিক অধ্যাপক। এইরূপে জামি অনেকগুলি “গোলাম: $3 -