পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২৮ আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী

  • ヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘ

মধ্যবিত্ত । কোন রকমে কষ্টে স্বষ্টে দিনপাত করে মাত্র । এসব কথা “অল্প সমস্তা”য় বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমাদের দেশের যে ধনী সম্প্রদায় মাড়োয়ারী, ভাটিয়া, দিল্লীওয়াল—সাহ, তিলি, গন্ধবণিক, সুবর্ণবণিক তাদের সঙ্গে আমাদের সহানুভূতি আছে কি ? ভবানীপুর ব্রাহ্মসমাজেও গত শুক্রবার বলেছি যে আমাদের মধ্যে সহানুভূতির বড়ই অভাব। স্বৰ্গীয় দ্বারকানাথ গাঙ্গুলী মহাশয় “অবল বান্ধবে” প্রথমে এই কথাটী ব্যবহার করেন--শিবনাথ শাস্ত্রী মহাশয় সহ+ অমুভূতি ব’লে ইহার ব্যাখ্যা করেন । সমস্ত জাতির ভিতর বৈদ্যুতিক প্রবাহের মত একট। অনুভূতি সমানভাবে বহিয়া গেলেই তাকে বলে সহানুভূতি । কিসের দ্বারা সহানুভূতির বিস্তার হয় ? for all the people can think alike—-iss Cotto goto ভাবতে, চিন্তা করতে পারে! আমাদের দেশের অবস্থা হচ্ছে এই যে এদের কাছে আবেদন করলে, এর কিছু বুঝতে পারে না । বঙ্গের অঙ্গচ্ছেদ - সে আজ ১৭॥১৮ বৎসরের কথা—সে সময়ে কয়েক লক্ষ শিক্ষিত বাঙালী আন্দোলন কবুলে—নিরক্ষর অশিক্ষিত বাকী ৪৫ ক্লোটী লোক—যার দেশের কথা ভাবতে পারে না,—স্বদেশী আন্দোলনের মর্ম্ম বুঝতে পারে না-বাবুরা কেন দেশী কাপড় পরতে খোসামুদি করে, বাবুদের খোসামুদি করতে দেখে তারা সব হেসে উড়ায়ে দিতে লাগল। তাই বলি দেশের ক'জন লোক আঙ্ক দেশের কথা ভাব তে শিখেছে। به বাংলাদেশে উচ্চ শ্রেণীর হিন্থর সংখ্যা কত ? আমি অনেকবার বলেছি—বাংলা দেশের পৌণে ৫ কোটী অর্থাৎ ৪৭৫ লক্ষ লোকের মধ্যে আমরা ব্রাহ্মণ, কায়স্থ, বৈষ্ঠ মাত্র ২৭ লক্ষ। ব্রাহ্মণ কায়স্থ প্রায় সকলে লমান-২৬ লক্ষ আর বৈষ্ঠ ১ লক্ষের কিছু কম। এই ২৬/২৭ লক্ষ