পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిరి আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী চল্প পূজা কর্তে। সে মন্ত্র পড়লে তাহা ভগবানের কাণে পৌছবে, আর তার অপেক্ষা পরিষ্কার পরিচ্ছন্ন জ্ঞানী গুণী ব্যক্তি যিনি ব্রাহ্মণবংশ সস্থত নহেন-তিনি উচ্চারণ করলে হবে না, তুমি আমি মন্ত্র পড়লে তার শুদ্ধ সংস্কৃত হবে না । পুরোহিজের বেশ সুন্দর একটা শ্লোক আছে—“পুরীষের পু, রোষের রে, হিংসার হি’ ও তস্করস্ত ত ইতি *##ff*5”-concentrated essence of all. NCR ##4-i না যে আমি নিজে শ্লোক তৈরী করেছি। ২ হাজার বৎসর পূর্ব্বে বাণভট্টের "হর্ষ চরিতে” ব্রাহ্মণের যে বিবরণ পাঠ করা যায় তাহাও অতি আশ্চর্য্য। এই পুরোহিত ঠাকুরদের ব্যবসা-সম্বন্ধে সকলেরই একটু বিশেষ করে ভাবা উচিত। - f জাতিভেদের কথা তুল্পে প্রায়ই শুনতে পাই যে ইংরেজদের দেশেও ত জাতিভেদ আছে। ইংলণ্ডেও জাতিভেদ আছে স্বীকার করি— কিন্তু আমাদের দেশের জাতিভেদ এবং ওদের দেশের জাতিভেদে অনেক পার্থক্য । ইংলণ্ডে যে কোনো লোক Peer হইতে পারে । ম্যাকলে তাহার ইংলণ্ডের ইতিহাসে ত্রয়োদশ শতাব্দীর সমাজের .*qi zoosa—“It had none of the invidious character of caste. Any one could become a peer.” “Mixso বর্ত্তমান বড়লাট লর্ড রেডিং সামান্য লস্কর হয়ে মাস্তুল তোলা হইতে ডেক পরিষ্কার পর্য্যস্ত সবই করতেন—একবার কলকাতায়ও এসেছিলেন। তিনি জাতিতে ইহুদি। যুদ্ধের সময় আমেরিকায় দৌত্য *fcis Czifo, or—Coso Peer of the Realm **a of: বিদেশের কথায় কাজ কি-আমাদের লর্ড সিংহের কথাই ধরুন না। তিনি জাতিতে বাঙ্গালী হইয়াও লর্ড উপাধিতে ভূষিত হলেন । “From Subaltern to the Field-marshal.” fown onfro