পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪• আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী এই রব শুনা যেত কিন্তু যে দিন Magna Charta সকলে মিলে রাজা জনের কাছে থেকে আদায় করা হ’ল, যে দিন । Barons and Yeomen i fizā fāzāZRH right-birth right an atst, ezzi সেই দিন বিজেতা ও বিজিত এক হয়ে গেল। মেকলে বলেছেন “Here commences the History of the English nation.” বিবাহের আদান প্রদান ও আহারাদিতে বিবাদ বা মনোমালিন্ত থাকতে পারে না। আমাদের দেশে সব অদ্ভুত ব্যাপার। পদ্মার ওপার গিয়ে যারা বসবাস করল—তারা হ’ল বঙ্গজ—যত নৈক্য কুলীন সব বিক্রমপুরে। বঙ্গজ ও রাঢ়ীতে কাজ হবে না—উত্তর রাঢ়ী দক্ষিণ রাঢ়ী আলাদা—এর ভিতর কোনো Logic নাই । কায়স্থ গেল পদ্মার ওপার, তার সঙ্গে আর ক্রিয় কর্ম্ম চলবেনা—কোন যুক্তি তর্ক নাই— Without any Rhyme and Reason. Cotil, cogoza এক এক জন উকিল মেয়ের বিয়ে দিতে : সর্ব্বস্বাস্ত হ’ন—যিনি বারেন্দ্র শ্রেণী ভুক্ত, বর খুজতে ৬ মাস এসে বরেন্দ্র ভূমিতে বাস করতে হবে – বম্বে নাগপুরে যে সমস্ত বাঙ্গালী আছে, বর খুজতে তাদেরও বাংল দেশে আসতে হয়, তাই একবার মেয়ের বিয়ে দিতে ৪৫ বছরের জমান টাকা খরচ হয়ে যায়। পরিবারবর্গ নিয়ে যাতায়াত – কত ঝঞ্চাট ।. নাগপুর বম্বে অঞ্চলে যারা থাকেন তাদের কত অসুবিধা— বাংলা পড়িবার জো নাই, ভাবুন দেখি আমাদের অসুবিধার অস্ত নেই । আর একজন ইংরাজ ফ্রান্স বা জর্ম্মেণীতে গিয়ে সেখানেই একজন ফরাসী বা জার্ম্মাণ বিয়ে করে ঘর সংসার করে । মুসলমানের যেখানে খুলী বিয়ে থা’ করে বসবাস করতে পারে। আমাদের হিন্দুদের ক্ষুদ্র ক্ষুদ্র গওঁী, কোটর করে প্রত্যেকে পৃথক খাচার মধ্যে চুপ করে বসে আছি। * .