পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালী-—মরণের পথে ○○。 AAS AA SAASAASSAAAAAAS AAASASAAAAASAAAAeAAAA হইতে সহজেই ধোধগম্য হইবে । বাঙ্গালাদেশে ২২ লক্ষ অ-বাঙ্গালী । কলিকাতায় মাড়োয়ারী, ভাটিয়া প্রভৃতি যাহার কায়েমী বসতবাটী করিয়াছেন, কেবল তাহারাই সপরিবারে বাস করিতেছেন। অবশিষ্টাংশ কেলেই এখানে একাকী আসিয়া অর্থ উপার্জন করে। , যদি এই ২২ লক্ষ হইতে স্ত্রীলোক ও শিশু দুই লক্ষ বাদ দেওয়া ঘায় তাহা হইলেও ২০ লক্ষ রোজগারক্ষম অ-বাঙ্গালী বাঙ্গালাদেশে ধরিতে হইবে। সহরের যাবতীয় ধনাঢ্য মাড়োয়ারী, ভটিয়া প্রভৃতির তো কথাই নাই। বাঙ্গালাদেশে পাট, ধান, সরিষা, ভুধিমাল, এ সমস্তের কারবারই এখন প্রধানত: মাড়োয়ারীদের হাতে এবং যাবতীয় আমদানী ও রপ্তানীর অধিকাংশ মুনাফা ইহাদের লভ্য। অবশু এখানে ইংরাজ বণিকদের কথা বলিতেছি না । এখন এই বিশলক্ষ অ-বাঙ্গালীর মাসে গড়পড়তা রোজগার ৫০ টংক ধরিলে বোধ হয় অযথা হইবে না । ২০ লক্ষ লোকের গড়পড়তা রোজগার ধরিলে প্রতিমাসে অন্ততঃ ১০ কোটী টাকা এবং বৎসরে ১২০ কোটী টাকা অ-বাঙ্গালীর হাত দিয়া বাঙ্গালাদেশ হইতে শোষিত হয় । আর অধিক কি বলিব । প্রায়ু এক পক্ষকাল খুলনার সন্নিকটে সিদ্ধিপাশ, দৌলতপুর, নৈহাট, বাগেরহাট প্রভৃতি স্থানে ঘুরিয়া স্বগ্রাম রাড় লী কাটপাড়ায় কয়দিন যাবৎ অবস্থিতি করিতেছিলাম। সিদ্ধিপাশায় আসিয়া গুনিলাম গত আশ্বিন কান্ত্রিক মাসে চারি শত লোক এক প্রকার ভীষণ কালান্তক ম্যালেরিয়া রোগে কালগ্রাসে পতিত হইয়াছে । আজুগড় এবং অন্তান্ত স্থানেও এই প্রকার মহামারী হইয়া গিয়াছে। গ্রামবাসীদিগের মধ্যে যাহারা "কুতা" অর্থাৎ একটু ইংরাজী লেখা পড়া শিথিয়াছে, তাহার অন্নচিন্তায় দেশ বিদেশে ছড়াইয়া পড়িয়াছে। যাহারা গ্রামে পড়িয়া রহিয়াছে তাহার এক প্রকার নির্জীব, অলসভাবে—তাস, পাশা খেলিয়া, AeMAMAMSASAMAMASAMAMMA AMMMAMAMAAASAAAA