পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালী—মরণের পথে । ÓNይ¢ HAMAAASAAAAASA SAASAASAASAAMMAMMSMAMAMMAAAA কতটুকু ! গরুর চর্বি, শুকরের চর্বি, বড় বড় অজগরের চর্বি, সময়ে সময়ে তাহা ভিন্ন মাটাবাদাম, মহুয়া প্রভৃতির তৈল থাকে । আর খাবারগুলি যে প্রকার অনাবৃত রাখে, মাছি ভন ভন করিতেছে ও ধূলায় ধূসরিত হইতেছে। সত্য বটে কাচের আধারের ভিতরে রাখিবার নিয়ম, কিন্তু সে কেবল আইন বাচান মাত্র। আজ কাল খাটি ঘি ৩২ টাকা সেরের কম মিলেন। তাহা দ্বারা প্রস্তুত মিঠাই রাজরা জড়া, আমীর, ওম রাহ ভিন্ন অন্যের সাধ্যায়ত্ত নহে। কিন্তু ফ্যাসানের ধন্ত মহিমা ! এই সমস্ত ভেজাল অভক্ষ্য মিষ্টীয় খাইব, তবুও নারিকেলের প্রস্তুত দ্রব্যাদি ছু ইয়। হীনতার পরিচয় দিব না। চিড়া, মুড়ি ও খইত্বে ভেজাল চলে না, কিন্তু এ সব জিনিষ শিক্ষিত যুবকগণের অনুপাদেয়, অখাদ্য ও অস্পৃশু ।

  • ffs College of Scienced আমার ছাত্রগণকে একটা ভদ্র=

লোকের দোকান হইতে ফরমাইস দিয়া প্রায় সাড়ে তিনশত টাটক৷ মুড়ির মোয়া আনিয়া থাইতে অর্পণ করি। আমার উদেহু এই যে এই প্রকারে ইহার ব্যবহার প্রচলিত হউক এবং বর্তমান কুরীতিগুলিও দেশ হইতে অস্তহিত হউক। এ বিষয়ে এত লিখিবার আছে যে এক প্রবন্ধে তাহা সমাপন করা দুঃসাধ্য ।