পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, অন্নসমস্যা 8 ○・ কতজন বাঙ্গালীর ভাগ্যে ত জোটে ? এ“যজজীবনই তন্মরণম, মরণং সোহ্লস্য বিশ্রামঃ” মরণ হলেই বিশ্রাম। শিশুকে চামচেয় করে মেলিনস ফুড খাইয়ে বাচিয়ে রাখা হয় । এরাই ত ভবিষ্যতে বংশবৃদ্ধি করে । কাজেই জাতটা যে ক্রয়ে স্বাস্থ্যহীন হয়ে পড়ছে তা আর. বিচিত্র কি ! আমাদের পিতৃপিতামহ ৭০৮- বৎসর বেঁচে থাকতেন। এখন আমরা ? ইংরেজের আয়ু গড়ে ৪৬ বৎসর, আমাদের মাত্র ২৩। দারিদ্র্য ও মহামারী আমাদের বুকের রক্ত শুষে বার করে নিচ্ছে ! এদের তাড়াবে কে ? * - বিপদ যখন একেবারে সমুখে এসে দাড়িয়েছে; জীবনসংগ্রাম যখন ভয়ঙ্কর কঠিন হয়ে উঠছে, চারিদিকে সমস্যাগুলি যখন জটিল থেকে জটিলতর হয়ে আসছে, তখন আমরা কি, করছি ? প্রায় নিশ্চেষ্ট হয়ে বসে আছি। আমরা ভাবি না, বুঝবার চেষ্টা করি না। উপায় নির্দেশ হলেও কার্য্যক্ষেত্রে অগ্রসর হবার উৎসাহ বা সাহস আমাদের থাকে না । আমরা সার বুঝেছি চাকরী করা, আর আমাদের ছেলেদের লক্ষ্য হয়েছে এম-এ এম-এসসি পাশ করা, অথবা উকীল হওয়া । এখন একজন গ্রাজুয়েটের বাজার দর কত ? এম্-এ বা এম.এসসি বড় জোর ১০০২ পেতে পারেন, বি-এ বি-এসসি ৪০২ থেকে ৫০২ টাকা। কিন্তু এর সঙ্গে বিবেচনা করতে হবে যে একটি পদ খালি হলে তার জন্যে পাচশ দরখাস্ত পড়ে । সুতরাং এই সিদ্ধান্ত হয় যে গড়ে গ্রাজুয়েটের বিশেষ কোন স্থবিধা পাবার জো নেই। পাচ বৎসর বয়স থেকে A, B, C, D আরম্ভ করে ২২২৩ বৎসর পর্য্যস্ত ম্যালেরিয়া ও নানারোগের অত্যাচীরে উৎপীড়িত হতে হতে ভগ্নস্বাস্থ্য বাঙালী যুবক যখন স্কুল কলেজ পার হয়ে ডিগ্রী নিয়ে সংসারের সমুখে এসে দাড়ান তখন দেখেন তার পুথিগত বিদ্যা জীবন-সংগ্রামে কোথাও তাকে বিশেষ কোন সাহাষ করবে না।