পাতা:আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্নসমস্তা 8 · SMMMMSMMMMAJJJJJJJMMMAiS AMMMMAMAJAMMM MMMMMMA AMS iMAMAMMAAAS উপায় নেই । এমাসন Rosa “University makes a havoc of originality !” দলে দলে ১ম, ২য় ও ৩য় বিভাগে পাশ করানো যেন কুল থেকে ১, ২,৩ নং স্বরুকী বার করা ! এখানে ভাল পোড়ের ইট আমা-ঝামার সঙ্গে পেষাই হয়ে গিয়ে সুরকীতে পরিণত হয়। যার স্বাভাবিক শক্তি ও প্রবৃত্তি যেমনই হউক না কেন সকলকেই যেতে হবে সেই এক গোল গর্তের মধ্য দিয়ে। এতে মানুষের মৌলিকতা বড় নষ্ট করে যায়। কথাগুলি খুব সত্য ; কিন্তু কার্য্যক্ষেত্রে এই সহজ তাগুলি আমরা এত সহজে অস্বীকার করি যে বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে এই একই কথা বার বার বলতে হচ্ছে। চারজন র্যার ক্ষণজন্ম র্তারা বিশ্ববিদ্যালয়ের কোন ধার ধারেননি ; যেমন-কেশব সেন, প্রতাপ মজুমদার, কালীপ্রসন্ন ঘোষ, শিশিরকুমার ঘোষ, নলিনবিহারী সরকার, রাজেন্দ্রলাল মিত্র প্রভৃতি। রবীন্দ্রনাথ ডিগ্রী নিয়ে হাইকোটে প্রবেশ করলে গীতাঞ্জলী পাওয়া মেত কিনা সন্দেহ ! ব্যবসাক্ষেত্রে যে ক’জন বাঙালী কৃতী হয়েছেন স্তর রাজেন্দ্রনাথ তাদের অন্যতম। তার ডিগ্রী কি ? Calendar খুজলে পাবেন না । সেটা বড় শুভক্ষণ যে তিনি বি-ই হননি, হলে বড়জোর গবর্ণমেণ্টের অধীনে মোটা মাহিয়ানার একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকতেন । তিনি দৃঢ়প্রতিজ্ঞ ও কর্ম্মঠ ; তার মধ্যে মানুষ হব এই একটা জিদ ছিল ! মূলধনের অভাব বা অন্য কোন প্রকার অভাব তাকে আর্টুকে রাখতে পারেনি! এখন একটা Capital এর (মূলধনের) কান্না শোনা যায়। কিন্তু পাশকরা ছেলের পক্ষে এটা শোভা পায়নী; কারণ এম্-এ-তে ফাষ্টক্লাস পেয়ে রিসার্চ করছেন এমন কোন যুবককে দশহাজার টাকার তোড়া দিলে ছ-মাসে তা খরচ ক’রে । আর দশহাজার টাকা ধাৰ ক’রে বস্বেন। তাই বলছি ব্যবসায়ক্ষেত্রে প্রধান জিনিষ প্রবল আগ্রহ ও চেষ্টা কোন অসুবিধাতেই দমে না যাওয়া