বিষয়বস্তুতে চলুন

পাতা:আদর্শ-সতী.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয়াঙ্ক। (রাজ বাটীর উদ্যান মধ্যস্থিত সরোবর পার্শ্ব) তপসী বেশে সাবিত্রি উপবিষ্ট। পিলুরিয়া—সুরি। হায় হায়রে একি দায় । সদত দহিছে কেন পোড়া প্রাণ হায় ॥ কুসুমিত উপবন, বিষাদিত কি কারণ ; কেনবা মধুপগণ কাদিয়ে বেড়ায়। হায়রে ! মোহিত আমি মদন মায়ায় ॥ সন্তান স্নেহত সকলেরই হৃদয়ে আছে? তবে বাবা কেন অমত কল্পেন? সত্যবান তাপসকুমার। রাজকন্ত কি রাজপুত্রেরই জন্ত স্বষ্টি হয় ? মনে মনে নবীন তাপসকে পতিত্বে বরণ করেছি, তাপসীর ও বেশ ধোরেছি। এ প্রণয় বেগত কেউ ফেরাতে পার্ব্বে না। (দৈববাণি) নাচিল নরেশ বালা নাচিল প্রণয়। নাচিল তাহার সনে কোমলহৃদয় ॥