এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
দ্বিতীয়াঙ্ক । 3 মহাশ্বেত । ওই যে লো বোসে আছেন ? সুরবাল । নবীন বয়সে নবীন আশায় । নরেশ নন্দিনী জ্বলিছে জ্বালায় ॥ বনলত । সেই তপোবনে যাবার দিন এক ভাব আণর আজ এই এক রকম ভাব । মহা । তখন সরলার বদনে কৌমারজ্যোতি শোভা পেত কিন্তু এখন ? স্বর। প্রণয় প্রমাদ চিহ্ন, ওই দেথা যায়। আকুল বিরহী মন, প্রণয় জ্বালায় ॥ বন । ঠিক্ বোলেছ ভাই—নবীন প্রণয়ে অনেক প্রমাদ । স্বরে । প্রমোদ প্রেমিকে প্রণয়ে নাচায় । কতুবা নিরাশ নীরেতে ভাসায় ॥ মহা । মুরবালা ! গোটকতকু ফুল তোলন ভাই । সুর । ফুলে আর কি হবে বল ?—শিশিরে কি আর সাগরের খেদ মেটে। বন। কতকূট মনের মুখ হয় বটে। স্বর। মনের সুখ ?—ব্রাজকুমারীর মনের সুখ এখন সেই শান্তি-কাননে সত্যবানের কাছে কাছে বেড়াচে । মহ। নাম পর্যন্ত জেনেচিস্ যে ? মুর / মুরবালা যে-সাবিত্রির এক অংশ। [ ९ ]