বিষয়বস্তুতে চলুন

পাতা:আদর্শ-সতী.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

एयोग्नर्नमृष्ठौ । বন । তাইজন্যে বুঝি এত চেষ্টা কোর্চিস্ যাতে সত্যবানে আর সাবিত্রিতে বিবাহ হয় | সুর। তা বইকি—নইলে ভাগ পাই কই? মহ। চলুনা ভাই, আমরা ফুল তুলে নিয়ে যাই। সুর। সেই ভাল চল । [পুষ্পচয়নান্তর সাবিত্রি-সমীপে গমন | সুব্র | সখি ! একি বেশ ? আহা ! বেশ হয়েছে—তবে আর কি মহাশ্বেতা—বাসর সাজাগে যা—— মহ। কেম্ লে হেয়েছে কি ? সুর। প্রেম-প্রতিমা তাপসি হয়েছেন । বন । তাপস কোথা লো ? সুর। তাপসীর হৃদয়ে। মহা । আমি জাম্ভ বনে। স্বর। সখির হৃদয় এখন বনের চেয়ে আর কি হ’ড়ে পারে । বন । তবে বনের ভেতর প্রণয় বাধা । স্বর। আমরা কজনে পোড়ে বেঁধে দিয়েছি, (সাবিত্রিকে) না সখি ? সাবি। ই তা বটে, কিন্তু খুলেযেতে পারে ত? মুর। সুরবাল এমন বঁাধন বাধে না যে খুলে যাবে। সাবি। তবে কি বাবার মত হেয়েছে ? সুর । ততদূর যেতে পারি নি। সাবি। তবে নিরাশা। ( অধোবদন)