বিষয়বস্তুতে চলুন

পাতা:আদর্শ-সতী.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

多划 আদর্শ সতী । সাৰি। বাবাও জানতে পেরেছেন—মুরবালার কাছে মা এই সব কথা শুনে বাবার কাছে বল্লেন্‌—তাতে র্তার মত হয়েছিল— মন্থ। । তারপর ? র। তারপর “নিরাশ সলিলে, নিরবে পতন । ” ৰন। যথার্থ বলন, তারপর কি হলে ? র। সুরবালাত আর সাবিত্রি নয় ? বন । না হয় আজকের জন্য হ’ন । র। তা হ’লে ভাবনার ভাগ খানিকৃটে নিবি ? সাবি । তারপর—নারদ আসাতে—বাব| তাকে সব জিজ্ঞাসা কল্লেন্‌—তাতে তিনি যে কথা বল্লেম্—ওহ, নিরাশা— বন। কেঁদনী সখি—কেঁদন—উপায় হবেই হবে? সাবি। ভাই উপায় নেই—নারদ বোল্লেন্‌—বিবাহের * এক বৎসর পরে—র্তার মৃত্যু হবে—ওহু!—আশা সুর। সখি! তুমি এক কাজ কর ভাই—আবার হিমগৃহে গিয়ে মদনের পূজা কর। সাবি। না সখি—আর কিছুতেই বাবার মত ফিরবেন। — আমি অভাগিনি—ওছ, বিধাতা!—এইকি তোমার কোমল হস্তের কঠোর লিপি ? সাবিত্রি তোমার চরণে কোন অপরাধে