বিষয়বস্তুতে চলুন

পাতা:আদর্শ-সতী.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয়াঙ্ক । ఇవీ সত্য। আচ্ছ। আপনার সে দিন আতিথ্য স্বীকার কোলেন না কেন ? অধীনের কিছু অপরাধ হয়েছিল কি? মুর । এই যে নাগর কথা কইতে জানেনৃ—আমি ভেবে ছিলু তুমি ভাই যে জঙ্কুলে সেই জঙ্গুলেই আছে। সত্য। জম্বুলে না হ’লে ঘুরে ঘুরে এ জঙ্গলে এসে পোড়বে। কেন ? মুর। পূর্ব্ব জন্মে কত তপস্যা করে ছিলে তাই এখান দেখতে পেয়েছ। সত্য। আমি আগে দেখতে পাইনি ভাই—তোমাদের সখি এখন দিব্য চক্ষু দান করেছেন তাই দেখতে পাচ্চি। মুর। ও সখি এতদুর হয়েছে ? বন। গাছে না উঠতেই এক কাদি ভাইমহা । তোমরা পূর্ব্ব জন্মে,—৬iখ ব’ন ছিলে ভাই— নইলে এত ভাব ? - সত্য। তোমাদের আর কিছু বল্বার আছে ভাই? মুর । তোমায় কি বলবো ভাই—তুমি পরের ধন—এখনি পর আমাদের মাথা নেবে । সাবি। সখি এর মধ্যেই কি পর হলুম ? মুর। বালাই, তোমায় বলবো কেন? এর ধর্ম্ম ভগ্নিদের বোলচি—ত ভাই সে যা’হক অঞ্চ ঋঋড়র কাজ নেই— আমাদের ঠাকুরজামাইকে দুট একটা কথা জিজ্ঞাসা করি— ই ভাই, তোমাদের তপোবন কেমন? সত্য। শান্তিপূর্ণ—