বিষয়বস্তুতে চলুন

পাতা:আদর্শ-সতী.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R& অদিশ সতী । সুর । আচ্ছ ভাই সখিকে এখান থেকে নিয়ে গিয়ে তোমাদের গাছে উঠাতে শেখাবে? মহা । শেখাবেন বৈকি নৈলে মিলবে কেন ? সত্য। তোমাদের সখিকে গাছে উঠাব ? সুর। ন ন কঁদে করে নে বেড়াবে। সত্য। যথার্থও তাই— বন । ওলো, অতি ভক্তি চোরের লক্ষণ । মহা। সুরবালা ! অত কাছে জাসনি—কি জানি ভাই চোৱকে বিশ্বাষ কি? স্মর। চোর কি আরকাস পেতলচুরি করে—মণিমুক্তই নেয়। সত্য। সময়ে কঁসি পেতলও নেয়। স্বর। কিন্তু তুমি যে ভাই তপস্থি। মহা। ওলো সখিকে হাতে হাতে সোপে দে—মইলে পাৰ্ব পাবিন । সুর। ঠিক বোলেছিস্—মালা দেত। ( মাল্য লইয়া উভয়ের হস্তবন্ধন ও সকলের গীত ) পিলুরিয়—খাটা । মোহন গুণমনি রতন হারে । বাধ বন্ধনে প্রেমাধারে ৷ নবীন জীবনে, নব নলিনে ; দিনু তুলিয়ে তব করে। রেখে সযতনে, এ সতী রতনে, সাজায়ে বনে বনহারে ॥