বিষয়বস্তুতে চলুন

পাতা:আদর্শ-সতী.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o আদর্শ সতী । আশা—সুরি পোহাবে না শশীমূখি এ সুখ নিশি । নিলগগণে নিবারিবে তামসি, অরুণে নিন্দিবে হাসি ;– তব প্রসাদে, নব প্রেমরত;– বিহরিবে উল্লাসে ভাসি। চাদ বদনে মৃদু মধুর হাসি, নাশিবে অসুখ রাশি;— তব নয়ন, নব নিরমল ; সুকোমল কুঞ্চিত হাসি৷ প্রিয়ে! সেই এক দিন আর এই এক দিন—মনে আছে কি নবিন তাপসকে অন্ধকারে ফেলে পালিয়ে এসেছিলে ? সাবি। মুদ্র ফেলে আসিনি—এসে আপনিও পোড়ে ছিলাম । সত্য । এটি তোমার মনগড় কথা । সাবি। তাত আর মুরবালা বলতে বাকি রাখেনি। সত্য । তোমার সখিদের সম্মুকে আগ্রমে নিয়ে যাব । বেশ কজনে আমোদ আম্বাদে থাকবে। সাবি। সুরবালা আমাকে বড় ভাল বাসে । সত্য । সুরবালা বড় রসিকা । সাৰি ] কিন্তু সরল বালিকা ।