বিষয়বস্তুতে চলুন

পাতা:আদর্শ-সতী.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vది. আদর্শ সতী সাবি । আলেয়া--কাওয়ালি । এসোনা শমন আর লইতে অধিনী ধনে । হৃদয়ে রাখিব সদা হৃদয়েরি রতনে ॥ কাল নিশি নীলাম্বরে, ঘিরেছে তাপসবরে ; অভাগিনী অন্তহীরে, ত্যাজ অন্তঃকাল ;– শোকনীর উপহার দিতেছি তব চরণে ॥ কাল। (স্বগত) ও;—সতীত্ব অয়ী প্রজ্জ্বলিত! কি ভয়ঙ্কর : সতীত্ব অনলে কালকে ও ভীত হতে হয়—পৃথিবীর প্রারম্ভ হ’তে এপর্য্যন্ত এ ত্রতে ব্রতি আছি, কিন্তু এমন ভয়ঙ্কর বিপদে কখন পতিত হইনি (প্রকাশ্বে ) সতী ! কালের হস্তেসকলকেই আসতে হবে ; কেহব। অগ্রে কেহব। পশ্চাতে, তা সত্যবানের দেহু পরিত্যাগ কর, ওর জীবন বায়ু লয়ে যাই। সাবি। মহাকাল!—আমি আপনার চরণে ধোরে মিনতি করি, এ ভীষণ কথা আমায় বোল্বেনৃ না ; সত্যবান আমার জীবনের একমাত্র উপায়—আমি একে পরিত্যাগ কোরে চির বৈধব্য সহ কোর্তে পার্ব্বোন । কাল। সাবিত্রি –তুমি সতী রমণী—কিন্তু বৈধব্য, পূর্ব্ব জন্ম কৃত পাপের প্রতিফল—যাইছোক আমি আর বিলম্ব কোর্তে পারিন । সাবি। এ মিনতি রক্ষা কোত্তে হবে। আর যদি নিতান্তই না করেন তবে আমায় যুদ্ধ লয়ে চলুন।