झङ्कर्ष यछ। Vot কাল । বিধাতার নিয়ম ভঙ্গ দোষে দেবি হ’তে পারিন । সতী—তুমি দুঃখ কোরন পৃথিবীর নিয়মই এই সুখ দুঃখই পৃথিবীর অলঙ্কার, এ না থাকুলে পৃথিবী যে কোনূ কালে লয় প্রাপ্ত হেতেন তার নিশ্চয় নাই। যাই হোক, সত্যবানের পুনজীবনের চেষ্টা কোরন—ত হবেন—যদি অন্ত কিছু মানস থাকে প্রকাশ কর—সুসিদ্ধ হ’বে । সাবি। ওহ—আপনি কঠিন, যদি নিতান্তই আমায় চির জীবনের জন্য পতিপ্রেম বিচুত কোলেন, তবে একটা বর দিন, যেন আমার রুদ্ধ শ্বশুর শাশুড়ি পুনরায় চক্ষু প্রাপ্ত ছ’ন। কাল। নিশ্চয়ই প্রাপ্ত হবেন—একটু অন্তর হও— সাবি। ওহু!—জীবিতেশ্বর! এই শেষ—{ অন্তরে গমন ) (কালের সুবর্ণকোঁটায় সত্যবানের প্রাণবায়ু গ্রহণ।) কাল। যাও, স্বস্থানে যাও । কালের গমন ও পশ্চাতে সাবিত্রির ক্রন্দন করিতে করিতে গমন । কিছু অগ্রসর হইবার পর, সম্মুখের দৃশ্ব অন্তরিত হওন ও নিবীড় অন্ধকারময় দৃশ্য দর্শন।) কাল। (ফিরিয়া ) একি সাবিত্রি ? তুমি কেন রূখ আমার পশ্চাতে আশ্চ | সাবি। শূন্ত হৃদয়ে আর ফিরে যেতে পারিনা। কাল। আচ্ছ, সত্যবানের জীবন ভিন্ন যদি কিছু মানস খাকে বল | -
পাতা:আদর্শ-সতী.djvu/৩৯
অবয়ব