বিষয়বস্তুতে চলুন

পাতা:আদর্শ-সতী.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদর্শ-সতী । و نV সাবি। আমার শ্বশুর রাজ্যহার হেয়েছেন তিনি যেন পুনরায় রাজ্য পান । কাল। আচ্ছ তাই হবে—এখন সচ্ছন্দে যাও । (কিঞ্চিত অগ্রসর ও দৃশ্য পট অন্তরিত হওন এবং গভীর অন্ধকার যুক্ত কানন । ) কাল । ( ফিরিয়া) এখনও রোয়েছ—সাবিত্রি ! কেন রথ । আমার সঙ্গে আশ্চ, যাও ফিরে যাও । সাবি। অনাথ আর কোথায় যাবে—কে আছে—শ্বন্ত গৃহে ফিরে যে যেতে পারি না । কাল। ও:-আমারও হৃদয় দ্রবিভুত হোল—আচ্ছা তুমি কি প্রার্থনা কর ? সাবি। সত্যবানের জীবন ব্যতীত আর কি প্রার্থন। কোত্তে পারি | কাল। সেটি আমার সাধ্যাতীত—যাও ফিরে যাও। (কিঞ্চিত অগ্রসর ও দৃশ্যপট অন্তৰ্হিত হওন— ভয়ঙ্কর নীলালোক—নীলধূমরাশি, তন্মধ্যে নরকদ্বার—নরকদ্বারের শিরোদেশে এই কয়েকট কথা আগ্নেয় অক্ষরে লেথা আছে । ) “হে প্রবেশি! ত্যজি স্পৃহা প্রবেশ এ স্বারে।”