বিষয়বস্তুতে চলুন

পাতা:আদর্শ-সতী.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wూty আদর্শ সতী । কাল। (ফিরিয়া ) একি—এতদুর এসেছ ? সাবি। আপনি আমায় কি বর দিয়েছেন মনে কোরে দেখুন দিকি—এখন সত্যবানের জীবনদান কৰুন। কাল। ও:-সাধি ! যথেষ্ট স্বখি হোলেম—বিধাতার নিয়মের অতিক্রম হোলেও আমি তোমায় সত্যবানের জীবন দীন কোল্লেম—এই নাও ধর- সুবর্ণ কোটা দান) সাধি— তোমার এ যশ চিরকাল ত্রিলোকীতলে ঘোষিত হবে—আজি অবধি জানলেম যে সতিস্ত্রীদের অসাধ্য কিছুই নাই—এখন অবধি সতীদিগের আদর্শ স্থল তুমিই ছেলে ; মহাকাল অঞ্জ তোমার কাছে পরাজিত ছোল—জয় সতিস্ত্রীর জয়—ত্রিভূবন এই নাদে নাদিত ছোকৃ—পর্ব্বত কন্দর হতে এর গম্ভীর প্রতিধনী বহির্গত হোক-জগৎ জানুক যে সতীন্ত্রীর অসাধ্য কর্ম্ম জগতে কিছুই নাই, জয় সতী সাধির জয় । মহাকালের প্রস্থান—অপরাদ্বয় সাবিত্রির দুই পাশ্বে আসিয়া গান করিতে করিতে রঙ্গভূমির পুরোভাগে আসিতে লাগিল। কিঞ্চিৎ কিঞ্চিৎ অগ্রসর হয় ও পূর্বোল্লিখিত দৃশ্যপটগুলি একে একে স্ব স্ব স্থানে আসিতে লাগিল । শেষে সেই কানন দেখা গেল ।