বিষয়বস্তুতে চলুন

পাতা:আদর্শ-সতী.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদর্শ-সতী গীতি নাট্য। প্রস্তাবনা ৷ মৃদুবাছের সহিত পট উত্তোলন । ] (গিরিশিখর ) শিখরে প্রকৃতি উপবিষ্ট ও দুইপাশ্বে অপরাদ্বয় দণ্ডায়মান উভয়ের গীত । *ইমন কলা৭ি—আড়াঠেকা । মরি কিবা শোভা কাননে। সেজেছেন প্রকৃতি সতী চারু ভূষণে ॥ মধুর মধুমাসে, কানন হাসে; মধু আশে, ভাসে সুখে মধুপ গণে৷ মোহন মনোহর নয়নে হেরে, নাচে নয়ন মন আমোদ ভরে, গাইব ভাসিয়ে সুখে সুখ-সরে ; সাবিত্রি সতী রতনে ॥ পটক্ষেপন।