বিষয়বস্তুতে চলুন

পাতা:আদর্শ-সতী.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

然 আদর্শ সতী । নিশ্চয় । ধন্য বিধাতা ! দরিদ্রকে ধনবান, আর ধনবানকে দরিদ্র করা কেবল তোমারি সাধ্যায়ত্ত । দেব ! দরিদ্র ত কোরেছ—তবু কেন কষ্ট দাও? ক্ষণেকের তরে দরিদ্রহৃদয়ে শান্তিদান কর ; মূহুর্ত্তের জন্য বৃদ্ধ পিতামাতার চরণ সেবা ক’র্ত্তে দাও । ( চিন্তা ) (সাবিত্রিকে বেষ্টন করিয়া সখিদের গান করিতে করিতে প্রবেশ ) থাম্বাজ —খ্যামটী । ওসখি হের সুখে সুখেরি উপবন । নাচিছে সরসি বারি, দুলিছে কমলবন ;– হাসিছে মধূপ হরি, কমল কোমল মন । সুরবাল । সখি! কেমন কমল বন দেখেছ? বনলতা। আবার কেমন পাদপশ্রেণী দেখেছ? - মহাশ্বেত । আহা ! তপোবন যথার্থই যোগীহীদয়ের শান্তিদায়ক । সাবি। মহাশ্বেতে ! তপোবন সুদ্ধ যোগীহীদয়ের শান্তিদায়ক নয়—সকল মনুয্যেরই চিত্তাপহারক। মুর । তা হবেনা কেন? এখানে চিরবসন্ত বিরাজমান । সাবি। সুদ্ধ সে জন্য নয়, তপোবন শান্তিপূর্ণ।