বিষয়বস্তুতে চলুন

পাতা:আদর্শ-সতী.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথমাঙ্ক । মহা । আহা ! কেমন লতকুঞ্জ দেখেছ। সখি ! দেখ মাধবীলতায় কুঞ্জটি আচ্ছন্ন কোরে রেখেছে। সাবি। স্বভাবের সকলই রমণীয় ! কেমন ফুলগুলি থরে থরে ফুটেছে দেখেছ? হঠাৎ দেখলে কৃত্রিম বোধ হয়। সুর। কেমন মধুর বাতাস আশে দেখেছ? বন। আমাদের সখির কাছে পবন বাধা । মহা । সখি! ওদিকে একদৃষ্টে কি দেখছ? মুর । তাইত চক্ষুযে আর ফেরে না। বন । তপোবনে কত রমণীয় বস্তু থাকে! সাবি | বেহাগ খাম্বাজ—কাওয়ালি । অপরূপ হের সই নয়নে । আবরি মোহন রূপ লতা বিতানে ॥ রাহুর ভয়ে, বনহৃদয়ে; খসিয়াছে শশী রে!— কিম্বা ভ্রমে রতিপতি, কাদাতে বিরহী, একাননে । মহা । তাইত ? তাপসকুমারের মধ্যেও এমন সুন্দর পুকষ আছে ? মুর । তাপসকুমার বলেই একটা অসভোর মতন বোধ হয় । সাবি । তা নয় সখি ; বিধাতার কাৰুকার্য্যেৱ মহিমা বোঝা যায় না। (সতুষ্ণ দৃষ্টিপাত )