পাতা:আনন্দমঠ (দ্বিতীয় সংস্করণ, ১৮৮৩).djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



চতুর্থ পরিচ্ছেদ।
১১৯

 ভব। করিব কল্যাণি। তোমার কন্যা অনিয়া দিব। কিন্তু তার পর?

 ক। তার পর কি ঠাকুর?

 ভব। স্বামী?

 ক। ইচ্ছা পূর্ব্বক ত্যাগ করিয়াছি।

 ভব। যদি তার ব্রত সম্পূর্ণ হয়?

 ক। তবে তাঁরই হইব। আমি যে বাঁচিয়া আছি তিনি কি জানেন?

 ভব। না।

 ক। আপনার সঙ্গে কি তাঁহার সাক্ষাৎ হয় না?

 ভব। হয়।

 ক। আমার কথা কিছু বলেন না?

 ভব। না, যে স্ত্রী মরিয়া গিয়াছে তাহার সঙ্গে স্বামীর আর সম্বন্ধ কি?

 ক। কি বলিতেছেন?

 ভব। তুমি আবার বিবাহ করিতে পার, তোমার পুনর্জ্জন্ম হইয়াছে।

 ক। আমার কন্যা আনিয়া দাও।

 ভব। দিব, তুমি আবার বিবাহ করিতে পার।

 ক। তোমার সঙ্গে নাকি?

 ভব। বিবাহ করিবে?

 ক। তোমার সঙ্গে নাকি?

 ভব। যদি তাই হয়?

 ক। সস্তানধর্ম্ম কোথায় থাকিবে?

 ভব। অতল জলে।