পাতা:আনন্দমঠ (দ্বিতীয় সংস্করণ, ১৮৮৩).djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬৪
আনন্দ মঠ।

 উড। নন্সেন্স। একটো কেল্লেমে ডো চার হাজার রহে শক্তা। হুঁয়া পর আবি হ্যায়? ইয়া নিকেল গিয়া?

 শান্তি। আবার নেকলাবে কোথা?

 উড। মেলামে—কেয়া বোল্‌টা হ্যায়। কিণ্ডেল—

 শান্তি। কেঁদুলী—কেঁদুলীর মেলায় তারা যাবে না।

 উড। টোম কব আয়া হ্যায় হুঁয়াসে।

 শান্তি। কাল এসেছি সায়েব।

 উড। ও লোক আজ নিকেল গিয়া হোগা।

 শান্তি মনে মনে ভাবিতেছিল যে, “তামার বাপের শ্রাদ্ধের চাল যদি আমি না চড়াই, তবে আমার রসকলি কাটাই বৃথা। কতক্ষণে শিয়ালে তোমার মুণ্ড খাবে আমি দেখ্‌বো!” প্রকাশ্যে বলিল, “তা সাহেব হতে পারে, আজ বেরিয়ে গেলে যেতে পারে। অত খবর আমি জানি না, বৈষ্ণবী মানুষ, গান গেয়ে ভিক্ষা শিক্ষা করে খাই, অত খবর রাখিনে। বকে বকে গলা শুকিয়ে উঠলো, পয়সাটা সিকেটা দাও উঠে চলে যাই। আর ভাল করে বক্‌শিশ দাও তো না হয় পরশু এসে বলে যাব।”

 উড সাহেব ঝণাৎকরিয়া একটা নগদ টাকা ফেলিয়া দিয়া, বলিল—“পরশু নেহি বিবি।”

 শান্তি বলিল, “দূর বেটা! বৈষ্ণবী বল্‌; বিবি কি?”

 উড। পরশু নেহি, আজ রাৎকো হামকো খবর মিলনা চাহিয়ে।

 শান্তি। বন্দুক মাথায় দিয়ে সরাপ টনে সরসের তেল নাকে দিয়ে ঘুমোয়। আজ আমি দশ কোশ রাস্তা যাব আস্‌বো ওঁকে খবর এনে দেব! ছুঁচো বেটা কোথাকার।

 উড। ছুঁচো বেটা কেস্কা কয়তা হ্যায়।