বিষয়বস্তুতে চলুন

পাতা:আনন্দমঠ (দ্বিতীয় সংস্করণ, ১৮৮৩).djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩০
আনন্দ মঠ।

 মহেন্দ্র। ভাল—সন্তানে কি চুরি ডাকাতি করিয়া মায়ের পূজা করে? সে কেমন মাতৃভক্তি?

 ভবা। আমরা চুরি ডাকাতি করি না।

 মহে। এই ত গাড়ি লুঠিলে।

 ভবা। সে কি চুরি ডাকাতি? কার টাকা লুঠিলাম?

 মহে। কেন? রাজার।

 ভবা। রাজার? এই যে টাকাগুলি সে লইবে, এ টাকায় তার কি অধিকার?

 মহে। রাজার রাজভাগ।

 ভবা। যে রাজা রাজ্য পালন করে না, সে আবার রাজা কি?

 মহে। তোমরা সিপাহীর তোপের মুখে কোন্ দিন উড়িয়া যাইবে দেখিতেছি।

 ভবা। অনেক শালা সিপাহী দেখিয়াছি—আজও দেখিলাম।

 মহে। ভাল করে দেখনি, একদিন দেখিবে।

 ভবা। না হয় দেখ্‌লাম, একবার বই ত আর দুবার মর্‌ব না।

 মহে। তা ইচ্ছা করিয়া মরিয়া কাজ কি?

 ভবা। মহেন্দ্র সিংহ, তোমাকে মানুষের মত মানুষ বলিয়া আমার কিছু বোধ ছিল, কিন্তু এখন দেখিলাম, সবাই যা, তুমিও তা। কেবল দুধ ঘির যম। দেখ, সাপ মাটীতে বুক দিয়া হাঁটে, তাহা অপেক্ষা নীচ জীব আমি ত আর দেখি না; সাপের ঘাড়ে পা দিলে সেও ফণা ধরিয়া উঠে। তোমার কি কিছুতেই ধৈর্য্য নষ্ট হয় না? দেখ যত দেশ আছে,—মগধ, মিথিলা, কাশী, কাঞ্চী, দিল্লী, কাশ্মীর, কোন্ দেশের এমন দুর্দ্দশা, কোন্ দেশে মানুষ খেতে না পেয়ে ঘাস খায়? কাঁটা খায়? উইমাটী খায়? বনের লতা খায়? কোন্ দেশে মানুষ শিয়াল কুক্কুর খায়, মড়া খায়?