কোন্ দেশের মানুষের সিন্দুকে টাকা রাখিয়া শোয়াস্তি নাই, সিংহাসনে শালগ্রাম রাখিয়া শোয়াস্তি নাই, ঘরে ঝি-বউ রাখিয়া শোয়াস্তি নাই, ঝি-বউয়ের পেটে ছেলে রেখে শোয়াস্তি নাই? পেট চিরে ছেলে বার করে। সকল দেশের রাজার সঙ্গে রক্ষণাবেক্ষণের সম্বন্ধ; আমাদের রাজা রক্ষা করে কই? ধর্ম্ম গেল, জাতি গেল, মান গেল, কুল গেল, এখন ত প্রাণ পর্য্যন্তও যায়। এ নেশাখোর নেড়েদের না তাড়াইলে আর কি হিন্দুর হিন্দুয়ানী থাকে?
মহে। তাড়াবে কেমন করে?
ভবা। মেরে।
মহে। তুমি একা তাড়াবে? এক চড়ে নাকি?
দস্যু গায়িল:—
“সপ্তকোটীকণ্ঠ-কলকল-নিনাদকরালে!
দ্বিসপ্তকোটীভুজৈর্ধৃত খরকরবালে
কে বলে মা তুমি অবলে—”
মহে। কিন্তু দেখিতেছি তুমি একা?
ভবা। কেন, এখনি ত দুশ লোক দেখিয়াছ।
মহে। তাহারা কি সকলে সন্তান?
ভবা। সকলেই সন্তান।
মহে। আর কত আছে?
ভবা। এমন হাজার হাজার, ক্রমে আরও হবে।
মহে। না হয় দশ বিশ হাজার হল, তাতে কি মুসলমানকে রাজ্যচ্যুত করিতে পারিবে?
ভবা। পলাশীতে ইংরেজের কজন ফৌজ ছিল?
মহে। ইংরেজ আর বাঙ্গালীতে?