পাতা:আনন্দ রহো.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক।
দ্বিতীয় গর্ভাঙ্ক।
রাজসভা।
সভাসদগণ ও মন্ত্রী।
১ম সভা - সিংহের প্রতিদ্বন্দী সিংহই হয়।
২য় সভা - বাদসাহ তো কম লোক নন।
মন্ত্রী - এ সন্ধির প্রস্তাবে যে রাণা সম্মত হবেন এমন তো বোধ হয় না।
৩য় সভা - আমার বিবেচনায় এ সন্ধিতে সম্মত হওয়াই উচিত, বল প্রকাশের তো ত্রুটি হয় নাই।
মন্ত্রী - আপনার বিবেচনার সময় মহারাণা এলেই হবে, এক্ষণে আসুন অপর বিষয় পরামর্শ করা যাক; সন্ধি তো হবেই না, বোধ হয় জয়ী হলো।
৪র্থ সভা - কেন রাণার সন্ধিতে অমতের কারণ? বাদসাহ তো অতি বিনীতভাবে পত্র লিখেছেন।
মন্ত্রী - মহাশয় সে বিষয়ে তর্ক কর্চ্ছেন কেন, আপনারা কই এখন বুঝতে পারেননি যে বাদসাহ অতি বিচক্ষণ।
১ম সভা - অতি বিনয়ী, অতি বিনয় পূর্ব্বক পত্র লিখেছেন, "মহারাণার সৌহার্দ্য যাচন্যা করি"; বাদসাহ অপরের নিকট কখন কোন প্রার্থনা করেন নাই।
৩য় সভা - রাণা পত্র পেয়েছেন কি?