পাতা:আনন্দ রহো.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २० ) মন্ত্রি-পেয়েছেন, কপট বিনয়ে দ্বিগুণ অগ্নিবৎ জ্বলে উঠেছেন । <য় সভা-কপট বিনয় কেন । মন্ত্রি-আপনি কি জানেন ন রাণ সকল সহ কর্ত্তে পারেন, মুসলমান অকেবার হীন বিবেচনায় দয়া প্রকাশ করবে এ তার অসহ । (রাজাকে দেখিয়া ) এ কি মূর্ত্তী ! সকলে—কি ভয়ঙ্কর ! - ( রাণ প্রতাপের প্রবেশ ) প্রত—কখন যুদ্ধে যাত্রা করবে স্থির কল্পে,আমি প্রস্তুত,—চৈতক নাই হলদিঘাটে চৈতককে হারিয়েছি—কিন্তু যে সকল অস্ত্রাঘাতে চৈতকের প্রাণনাশ হয়েছে তার প্রতিফল দিতে পেরেছি কিনা জানি না ; এইবার যুদ্ধে—কখন যাত্র । মন্ত্রি-মহারাণ ! প্রতা—আমার মতে শুভ কর্ম্মে তার কাল বিলম্ব কি ? রজপুত রমণীতে সকলই জানে যে স্বামী যুদ্ধমৃতু্য প্রার্থনা করে । মন্ত্রি—তার বল ক্ষয়ে অবশ্যক কি ? প্রত—মন্ত্রি! আমি যদি স্বয়ং কর্ত্তব্য-বিমূঢ় নরাধম না হতেমতোমার উচিত আমায় উত্তেজনা করা, রজগতের অসি– বঁাশী নয়। মন্ত্রি-সভাসদগণ সকলেরই মতে,— প্রভ{—কি ? মন্ত্রি—একবার এ বিষয়ে বিচার করা উচিত। প্রতা-মুসলমানদের সহিত সম্বন্ধ বিচার স্বীয় পিতৃপুৰুষের বিচার করেগিয়েছেন,আমাদের জার আবশ্যক নাই—চল—ওঠ—আবার রণরঙ্গে মতি,চৈতক-কি আমার এক চক্ষু তাও অন্ধ হলো নাকি, যথার্থই তোমরা উঠলেনা-ভাল, ভাল মৃত্যুকালে মনকে প্রবোধ দিব যে জায় অপেক্ষ হেয় রাজপুত আছে; আকবার সাহ ! তুমি