পাতা:আনন্দ রহো.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নারা—অদ্ভত চরিত্র, আমি কোন পথ অবলম্বী, শুকদেৰ ! অধি . যথার্থই বালক, তার অমায় কে উপদেশ দেবে ? আমি বালক নই পরিচয় দিবার জন্য কার নিকট অভিমান করব ? রাজপুতানার মৃত্তিক ভিন্ন অপর মৃত্তিকাই অপবিত্র। আমি কারাগারে বালকের ন্যায় কঁদিতে বসেছি, অপদার্থ—ক্ষুদ্র প্রহরীতেও রজপুত ভীত বলুগ । । (সহসা একপাশ্বের দ্বার উদঘাটন ও লহনার প্রবেশ ) নারা—কি লহন তুমি হেথ ? লহু-নারীর্ণ এতে r কি তুমি আমায় ভাল বাসবে ? কথার উত্তর দিলে না ? নারা—দেখুন আমি মীরাণ কিনা, আমার সন্দেহ হচে । লহ-সন্দেহের কারণ তোমার কঠিন প্রাণ, আমি কি মনস্কমেন। সিদ্ধির জন্য তোমার সহিত কালী-মন্দিরে গিয়েছিলাম জান, যাতে তোমায় পাই সেই জন্যই কালী-মন্দিরে গিয়েছিলাম । ভাল কঠিন হও আর যাই হও, লহন থাকতে তুমি এস্থানে কেন ? আমার সঙ্গে এস, আবার রাজপুতানায় যাও যমুনার পাণি গ্রহণ কর । नोंज्ञां-लश्ञ ! লহ– কি ? নারা-লহন তুমি যথার্থই কি আমাকে ভালবাস ? লছ- ক্ষমা কর তোমায় এ অবস্থায় পরিহাস করে ভাল করি নাই, আমার অনুরোধ বা আদেশ ষে কথায় বোঝ আমার সঙ্গে এস। মীর-লছন। যদি যথার্থ ভালবাস একবার বসে । লহু—তুমি যথার্থই পাষাণে গঠিত, ভাল কি বলবে বল । নার –লহন স্থির হও, শোন, আমি তোমার শক্র, হলদিঘাটের যুদ্ধে পিতার মৃত্যু হয়। আমি রাণা-প্রতাপের অসি স্পর্শ করে