পাতা:আনন্দ রহো.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মার—বোধ হয় তোমার কুলটা কন্যার উপপতি । যুদ্ধ কর। "সেলি—ন না আমি ধর্ম্মনাশ করতে আসিনি, আর মাথায় বজ্রাঘtৎ করেন । - शभू-थ्रश्न । মান–রাণ প্রতাপ ! তুমি স্বর্গে, আমি নরক যন্ত্রণ ভোগ কছি। নার।--মনসিংহ এতদিনে চৈতন্য হলো, আর তোমার সহিত বিবাদ নাই । মান—এই আমার বীর গর্ব, এই আমার বুদ্ধি-কৌশল,ভাল, উত্তম,— আপনার কন্যার উপপতি সংঘটন কল্লেম,---রাজপুতান । তার কি আমি রজপুত নামের যোগ্য হব, ইতিহাসের পত্র অবশ্যই আমার নামে কলঙ্কিত হবে, রাণ প্রতাপের নামে বন্ধ্য আরাবল্লি কুসমময়-কুঞ্জ-ভূষিত হবে, আমার নামে বাড়বানল প্রজ্জ্বলিত হবে, হলদিঘাটে প্রতি পরমানু রাণীর ভুবনাদর্শ পরাজয় গান কর্ব্বে, আমার জয় গান প্রতি বায়ু অজাত শিশুর হৃদয়ে আমার নামে স্থণার উদ্রেক কর্ব্বে । মা জন্ম-ভূমি ! সন্তানের অপরাধ মার্জন কর্ব্বে কি ? আজ যবনের দাসত্ব হতে আমি মুক্ত ; হায় ! হিন্দু হয়ে যবনের দাসত্ব কল্লেম—নারাণ, তুমি হেথায় কিরূপে ? লহ-কে ও পিতঃ ! আমায় ধৰুণ আমি কিছুই জানিনি, আমি স্বপ্নে দেখছিলুম ষে কে যেন আমায় কাটতে এল, তার পর দেখি এই সব । । মান-লছন এস্থান হতে যাও । যমু—তুমি একলা যেতে পার্ব্বেনা আমায় ধরে চল, (মানসিংহের প্রতি) ইনি পালাচেন, ইনি পাগল নন বন্দি, আপনি দেখবেন। * - (লছন ও যমুনার প্রস্থান ) মান-নারাণ আমার সঙ্গে এস, আমি তোমারি আশ্রিত। (নীরাণ ও মানসিংহের প্রস্থান )